নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জবরদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার অভিযানে নামলো প্রশাসন। মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে, মেদিনীপুর শহরের জেলা ভূমি দপ্তরের পার্শ্ববর্তী পুকুরের আশেপাশে সরকারি জায়গায় বসবাসকারী বেশ কিছু জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়। পাশাপাশি সরকারি জমিতে বসবাসকারী বেশ কিছু মানুষকে এদিন নোটিশও দেওয়া হয়।
মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারের উদ্যোগ এটা। পাশাপাশি পুকুরটি যেহেতু দেবত্ব সম্পত্তি, তাই পুকুরটিকে বাঁচানো প্রশাসনের দায়িত্ব। পুকুরটির আশেপাশে দখল করে বসা মানুষদের এদিন নোটিশ দেওয়া হয়। কয়েকটি অস্থায়ী কাঠামো খুলে ফেলা হয়। তবে জবরদখল করে বসবাসকারীদের মধ্যে যদি প্রকৃত দরিদ্র কেউ থাকে, তদন্ত সাপেক্ষে তাকে অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।