নোবেল পেতে চলেছেন ইমরান?

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনিত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। মানবিকতা এবং গণতন্ত্র রক্ষায় তাঁর নাম মনোনীত হয়েছে।

author-image
Jaita Chowdhury
New Update
ইমরান খান আপডেট: প্রকাশ্যে এলো অপরাধী এবং তার স্বীকারোক্তি

নিজস্ব সংবাদদাতা: জেল থেকে নোবেলের মনোনয়ন...। খেলার মাঠে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে শুরু হওয়া কর্মজীবন দেখেছে রাজনীতির বিস্তর ওঠা পড়া। এবার জেলবন্দি ইমরান খানের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হল।

 

ইমরান খান শেহবাজ শরিফের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটকে পরাজিত করেছে

মানবিধাকর এবং গণতন্ত্রকে রক্ষার ক্ষেত্রে ইমরান যে ভূমিকা নিয়েছেন সে কথা মাথায় রেখেই তাঁর নাম মনোনীত করা হয়েছে । গত বছর ডিসেম্বর মাসে পাকিস্তান ওর্য়াল্ড অ্য়ালায়েন্স নামে একটি সংস্থা তৈরি হয়েছে। তাদের সঙ্গে নরওয়ের রাজনৈতিক দল প্যাট্রিয়েট সেন্ট্রামের সঙ্গে যোগাযোগ আছে। এই দলের তরফেই নোবেলের মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।