দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : কাঁসাইয়ের জল বাড়ছে।মুকুটমনিপুরে আরো ৫০০০ কিউসেক ছাড়া হলে সেই জল আজ আসবে কাঁসাইয়ে। আর যার জেরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে নদীর পাল ডুবে জলের স্রোত বইছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার চকাশ্রব এলাকায় বেশ কয়েকটি বাড়ি জলবন্দি হয়ে পড়েছে।পাশাপাশি বহু চাষের জমি জলের তলায়।ডেবরা চকপ্রয়াগ এলাকা পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি। সবংয়ের ১৩ নং বিষ্ণুপুর অঞ্চলে রাস্তা জলের তলায়। খড়গপুর এস ডি,বিডিও,ওসি নৌকায় করে মানুজনের কাছে ত্রাণ নিয়ে পৌঁছোচ্ছেন। সবং থানার উদ্যোগে বন্যা দুর্গতদের রান্না করে খাওয়ানো হচ্ছে। পিংলায় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া। সব মিলিয়ে ডেবরা, সবং,পিংলায় অল্প পরিমান জল কমলেও।চিন্তা বাড়াচ্ছে ডেবরার কাঁসাই।সেখানে কিন্তু নদীর জল আজও বাড়ছে। অপরদিকে, আজ পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকা পরিদর্শনে আসছেন রাজ্যের সেচদপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক।