নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের মামলায় ইতিমধ্যেই রাজ্যে এসেছেন আইএমএ-কেন্দ্রীয় নেতৃত্বরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি দল এদিন নির্যাতিতার বাড়িতে যায়। উত্তর ২৪ পরগনার পানিহাটির সোদপুরে নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁর মা-বাবার সাথে দেখা করেন তারা। তারা কি চান, আর ঘটনার দিন তাঁদেরকে কি বলা হয়েছিল, এই সবই পুঙ্খনাপুঙ্খ জানতে চান তারা।
#WATCH | RG Kar Medical College & Hospital rape-murder case | A team of IMA (Indian Medical Association) arrives at the residence of the deceased doctor in Sodepur, Panihati in North 24 Parganas of West Bengal. pic.twitter.com/pIMIlPALfv