নিহত চিকিৎসকের বাড়িতে পা রাখলো IMA কেন্দ্রীয় নেতৃত্ব, মিলবে কি ন্যায়!

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি দল এদিন নির্যাতিতার বাড়িতে যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের মামলায় ইতিমধ্যেই রাজ্যে এসেছেন আইএমএ-কেন্দ্রীয় নেতৃত্বরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি দল এদিন নির্যাতিতার বাড়িতে যায়। উত্তর ২৪ পরগনার পানিহাটির সোদপুরে নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁর মা-বাবার সাথে দেখা করেন তারা। তারা কি চান, আর ঘটনার দিন তাঁদেরকে কি বলা হয়েছিল, এই সবই পুঙ্খনাপুঙ্খ জানতে চান তারা।

 

f
File Picture
jggkgkh
File Picture

India Post Advertisement Rakhi_300x250

Adddd