‘দেশরক্ষার জন্য আমি আমার সিঁদুর পাঠাচ্ছি’, নববধূর এই কথায় এখন শক্তি জওয়ান মনোজ ধ্যানেশ্বর পাতিলের
BREAKING : মাদ্রাসার ছাত্রদের নিয়ে যুদ্ধ করবে পাকিস্তান ! ফের বিতর্কিত মন্তব্য করলেন
BREAKING : পাকিস্তানের ড্রোন ও গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ! রাজৌরির সীমান্তবর্তী এলাকা খালি করছেন বাসিন্দারা
BREAKING : ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ৬ জুন পর্যন্ত হাজতবাসের নির্দেশ দিল কোর্ট !
BREAKING : কাশ্মীরে অবস্থানরত ছাত্রদের জন্য বড় ঘোষণা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু !
BREAKING : ১৫ই মে পর্যন্ত গুজরাটে নিষিদ্ধ করা হল আতশবাজি ও ড্রোন !
BREAKING : অপারেশন সিঁদুর নিয়ে বড় কোনও ঘোষণা ? ফের প্রেস ব্রিফিং আজ বিকেল ৫টা ৩০মিনিটে
ভারত পাকিস্তান উত্তেজনায় পাঞ্জাব জুড়ে আতঙ্কের পরিবেশ! নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করতে শুরু করেছে স্থানীয়রা
কেন ভারতের ড্রোন হামলা থেকে নিজেদের রক্ষা করল না পাকিস্তান! পাক প্রতিরক্ষা মন্ত্রীর আজব যুক্তিতে হেসে ফেটে পড়ল বিশ্ব

অবৈধ বালির চোরাচালান, গ্রেফতার ৬

পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে অবৈধ বালি কারবারের হদিশ চালাবে।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, পান্ডবেশ্বরঃ অবৈধ বালির চোরাচালানের অভিযোগে ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করল পান্ডবেশ্বর থানার পুলিশ। বৃহস্পতিবার ভোরে অজয়ের বালিঘাট থেকে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে অন্যতম মহেন্দ্র নাথ দাস। তার বাড়ী মুর্শিদাবাদের খড়গ্রামে। ভুয়ো চালান তৈরীর অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ৫ জন ট্রাক চালক।

ধৃতদের এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। মহেন্দ্র নাথ সহ চারজনের চারদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেয় আদালত। বাকি দুজনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, একটি বালিঘাটের চালান বানাত মহেন্দ্র। ক্যামেরার সামনে একথা স্বীকার করেছে সে। পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে অবৈধ বালি কারবারের হদিশ চালাবে।