নিজস্ব সংবাদদাতাঃ বোনের বাড়ি থেকে বিক্রি হতো অবৈধভাবে মদ। আর মদের আসর বসতো বিজেপি নেতার গাড়ির গ্যারেজে। একাধিকবার পুলিশের কাছে সেই অভিযোগ গিয়েছিল। বেশ কয়েকবার পুলিশ এই কারবার বন্ধ করেছিল।
ফের মদের কারবার শুরু হতেই বিজেপি নেতার বোনের বাড়ি থেকে সেই মদ বের করে বিক্ষোভ শুরু করে এলাকার তৃণমূল নেতৃত্ব। শনিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের ট্রাঙ্ক রোড এলাকায়। আটক বিজেপির মন্ডল সভাপতি অতুল বাগ্দীর বোন অঞ্জলি রুইদাস।
৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব আহ্বায়ক দীপক সিং এর অভিযোগ, "বিজেপির মন্ডল সভাপতি অতুল বাগ্দীর মদতে তাঁর বোন মদের অবৈধ কারবার চালাতো। বেশ কয়েকবার পুলিশ বন্ধ করেছে সেই কারবার। কিন্তু পুলিশের কোন কথাকে গুরুত্ব না দিয়েই আবার চালু করেছিল এই কারবার। অতুল বাগ্দীর গাড়ির গ্যারেজের ভেতর সেই মদ খেয়ে নানান অসামাজিক কাজ করতো দুষ্কৃতীরা। আমরা সেই খবর পেয়েই প্রতিবাদে নেমেছি। পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ এসে দেশি এবং বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে। ওদের শাস্তির দাবি করছি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিধায়ক। বিজেপি করে বলে এইসব চক্রান্ত করছে তৃণমূল।" ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ এসে পৌঁছেছে।