হরি ঘোষ, দুর্গাপুর : ভিন রাজ্যের লটারির টিকিটের প্রথম পুরস্কারের শেষ ডিজিটকে সামনে রেখেই স্থানীয় কিছু জুয়াড়ি বড় অঙ্কের টাকার রমরমা জুয়া খেলা চালাচ্ছিল শহর দুর্গাপুর জুড়ে। এর ফলে হঠাৎ করে ভিন রাজ্যের লটারি টিকিটের বিক্রি কমতে শুরু করে। দুর্গাপুরের এরকম চারজন যারা এই বেআইনি জুয়া খেলার সাথে যুক্ত ছিল তাদেরকে দুর্গাপুর থানার পুলিশ বৃহস্পতিবার গ্রেফতার করে। শুক্রবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। কিন্তু এই লটারি খেলার সাথে সাথে অন্য একটি খেলা শুরু হয়ে যায় শহর দুর্গাপুর জুড়ে। আর কোটি কোটি টাকার এই খেলাকে সামনে রেখেই বহু লটারি বিক্রেতা রাতারাতি কোটিপতি হয়ে যান। দুর্গাপুরের এরকম চারজন লটারি খেলার আড়ালে যারা এই ঘুঁটি খেলা চালাচ্ছিল তাদেরকে দুর্গাপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। ধৃতদের নাম বিশ্বজিৎ ভান্ডারী, বাপি বিশ্বাস, রাজাগোপাল অধিকারী এবং বিক্রম ঘোষ। এদের চারজনের বিরুদ্ধে একাধিক ধারায় পুলিশ স্বত:প্রণোদিত মামলা করে। শুক্রবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনার সাথে দুর্গাপুরের আরো কারা জড়িত রয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।