নিজস্ব সংবাদদাতা: দীপাবলীর দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে নিষিদ্ধ শব্দবাজির চাহিদা। চোরাপথে শহরে ঢুকছে এই শব্দবাজি। আর বিভিন্ন অসাধু ব্যবসায়ী গোপন ভাবে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই ভাবেই এবছরও শিলিগুড়ি জুড়ে ছড়িয়ে পড়ছে এই নিষিদ্ধ শব্দবাজি। তবে এক্ষেত্রে পুলিশও কিন্তু তৎপর। এবার পুলিশি তৎপরতাতেই সামনে এলো নিষিদ্ধ শব্দবাজির কথা।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ইতিমধ্যে বেশ কিছু ব্যবসায়ী প্রচুর শব্দবাজির সঙ্গে গ্রেফতার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এমনই এক অসাধু শব্দবাজি ব্যবসায়ীকে গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।
খবর ছিল মুদিখানা দোকানের আড়ালে শব্দ বাজি বিক্রি করছে এক ব্যবসায়ী। সেই মতো তাকে ধরার ফাঁদপাতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সেই মতো শুক্রবার ঠাকুরনগরে যখন বাইকে করে বিক্রির উদ্দেশ্যে আনা তার দোকানে শব্দ বাজি নিয়ে ঢোকার সময় তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। উদ্ধার হয় প্রায় ৩০ হাজার টাকার নিষিদ্ধ শব্দবাজি। ধৃত ওই অসাধু ব্যবসায়ীর নাম বিজয় সাহা। বাড়ি ঠাকুরনগর এলাকায়।
জানা গেছে বিগত সময়ে ওই ব্যক্তি তার মুদিখানা দোকানের আড়ালে নিষিদ্ধ শব্দবাজির ব্যবসা চালাতো। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।