কসমেটিকসের দোকানে পুলিশি তল্লাশি : যা মিলল শুনলে অবাক হবেন

গোপন সূত্রে খবর পেয়ে কসমেটিকসের দোকানে পুলিশি তল্লাশি। কি পাওয়া গেল? শুনলে অবাক হবেন।

author-image
Debapriya Sarkar
New Update
Police

নিজস্ব প্রতিবেদন : সোনভদ্রের আনপরা থানার পুলিশ মন্দিরের পাশে একটি কসমেটিক্সের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে। কসমেটিক্সের দোকানে ছেলেদের আনাগোনা স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছিল। বেশ কিছুদিন ধরে প্রচুর ছেলেরা কসমেটিক্সের দোকানে যাচ্ছিল, সেটি অস্বাভাবিক মনে হচ্ছিল স্থানীয়দের। কেন তারা কসমেটিকসের দোকানে যাচ্ছে সেই উত্তর খুঁজে বার করতে পারছিল না কেউ। অবশেষে পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ সেই রহস্যের উদঘাটন করে। 

পুলিশের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান শুরু করে। কসমেটিক্সের দোকান চালানো ত্রিলোক চন্দ্র সিংলা নামে ওই ব্যক্তির ঘরে গুদাম হিসেবে রাখা হয়েছিল বিপুল পরিমাণ অবৈধ বাজি। উদ্ধারকৃত বাজির মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানা গেছে।

অভিযানের সময় দোকানদারের কাছে বাজির কাগজপত্র চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। এরপর পুলিশ বাজিগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। দীপাবলির সময় অনেক দোকানদার বৈধভাবে আতসবাজি বিক্রি করেন, কিন্তু অবৈধ পটকা রাখার কারণে দোকানদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও সচেতন হতে হবে।