নিজস্ব সংবাদদাতা: বসিরহাটের বেয়ারবাড়িতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে একটি সংঘর্ষ শুরু হয়েছে। সেখানেই পুলিশের ওপর ক্রোধ প্রকাশ করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র।
/anm-bengali/media/post_attachments/4c69b986a144bae6e55116923ede0aaac98a5196b74de5de98cf2e1ac1bb0c6d.jpeg?impolicy=website&width=640&height=480)
তিনি বলেছেন, "আপনি (পুলিশ) যদি আমার গায়ে হাত তুলতে চান, তাহলে তা করুন। আপনারা পুলিশ (প্রশাসন) কিন্তু মুখ্যমন্ত্রীর গোলাম বলে আপনাদের লজ্জা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী আপনাকে কিনেছেন। পুলিশ মুখ্যমন্ত্রীর দাস, তারা (পুলিশ) কোনো জবাব দেবে না”।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
Rekha Patra