নিজস্ব সংবাদদাতা, ঝাড়খণ্ডঃ সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো। স্কুল কলেজ খুলতে এখনও বেশ কিছুদিন বাকি আছে। এই সময়েই অনেকেই পছন্দ করেন আশেপাশের কোনও জায়গা থেকে বেড়িয়ে আসতে। তবে চিন্তা কি ? হাতের কাছেই রয়েছে এক দুর্দান্ত ঘোরার জায়গা। তাই ছোট্ট ছুটিতে কাছেপিঠে ঘুরতে যেতে মন চাইলে বেড়িয়ে আসতেই পারেন দশম ফলস।
ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এই দশম ফলস। জামশেদপুর থেকে ৬৫ কিমি এবং রাঁচি থেকে জামশেদপুর আসার পথে প্রায় ৩৫ কিমি দূরে অবস্থিত এই দশম ফলস। জানা যায়, দশটি ভাগে ভাগ হয়ে ঝর্নার জল গভীর খাতে পড়ে। তাই এই ঝর্নার নাম দশম ফলস। প্রতি বছর বহু পর্যটক এই দশম ফলস দেখার জন্য ভিড় জমান।