‘চাকরি ছাড়লে খেতে পাবে না...কপালে অনেক কষ্ট রয়েছে’, হুঁশিয়ারি দিলীপের

লোকসভায় তাণ্ডবের ঘটনা নিয়েও সরব হয়েছেন দিলীপ। বিশেষ করে মূলচক্রী ললিতের বঙ্গ-যোগ নিয়ে সরব হয়েছেন দিলীপ।

author-image
Adrita
New Update
দ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ফের পুলিশকে হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। নিজের নির্বাচনী কেন্দ্র খড়্গপুরের সমাবেশ থেকে তিনি হুঁশিয়ারি দেন যে " পুলিশের কাজ খালি আমাদের মিটিং আটকানো। অনুমতি দেবে না, আমাদের নামে কেস দেবে! আমরা মেদিনীপুরে অনুমতি নিয়ে মিছিল করেছিলাম। আমাদের কেউ মুখোশ পরে পার্থ সেজেছিল, কেউ অনুব্রত সেজেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশও পরেছিল কেউ। আমি বেরিয়ে যাওয়ার পর, যে মমতা সেজেছিল, তাকে থানায় নিয়ে যায় পুলিশ। নরেন্দ্র মোদি, অমিত শাহ সেজে, তাঁদের কোমরে দড়ি পরিয়েও তো নিয়ে যাওয়া হয় ক'দিন আগে। কতজনকে গ্রেফতার করেছে এই পুলিশ? কতজনের নামে মামলা করেছে? "

hiren

বিজেপি শুধু তৃণমূলের চামচাগিরি করে বলেও মন্তব্য করেন দিলীপ। হুঁশিয়ারির সুরে বলেন, " চাকরি তোমাকেও করতে হবে, চাকরি ছাড়লে খেতে পাবে না। চোরেরাও জেলে যাবে, তোমাদের কপালে তার থেকে বেশি কষ্ট। "

hiring.jpg