এবার এই কাজ করলেই বাতিল হয়ে যাবে শিক্ষকদের চাকরি

জারি কড়া নির্দেশিকা।

author-image
Adrita
New Update
৭৬

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ এবার থেকে করা যাবে না প্রাইভেট টিউশন। এমনই কড়া নির্দেশিকা দিল মেদিনীপুরের প্রাথমিক শিক্ষা সংসদ।

সূত্র মারফত জানা গিয়েছে যে, সরকারি স্কুলে শিক্ষকতা করা সত্ত্বেও এবার থেকে আর করা যাবেনা প্রাইভেট টিউশন। কোনও শিক্ষকের এমন করার কথা জানা গেলে বাতিল করা হবে তার চাকরি। 

Private Tuition: সরকারি স্কুল শিক্ষকরা প্রাইভেটে পড়ালেই ঘোর বিপদ! শিক্ষা  সংসদের বিরাট নির্দেশিকা

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বেশ কয়েক বছর আগেই শিক্ষা পর্ষদ এমন নির্দেশিকা দিয়েছিল। তবে সেই নির্দেশিকাকে অমান্য করে অনেকেই প্রাইভেট টিউশন পড়ান, তাই এবার কড়া পদক্ষেপ নিয়েছে পর্ষদ। 

Adddd