নিজস্ব সংবাদদাতাঃ বিগত কয়েক দিনের ভারী বৃষ্টির ফলে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। একটু একটু করে জল নামতে শুরু করলেও শোচনীয় অবস্থা ঘাটালবাসীর। তবে এখনও জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। উদ্বেগজনক পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে ঘাটাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। ঘাটালের বিস্তীর্ণ এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ, পানীয় জল। ডিঙ্গি বা নৌকা নিয়ে চলাচল করা হচ্ছে। ঘাটাল থানায় প্রায় ৬ ফুট জল দাঁড়িয়ে রয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় এখনও দাঁড়িয়ে রয়েছে জল। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, ঘাটালবাসীদের জন্য বহু বছর ধরেই ' ঘাটাল মাস্টার প্ল্যান ' এর পরিকল্পনা করা হচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে আশ্বাস দিয়েছিলেন যে, ঘাটালবাসীর জন্য খুব শীঘ্রই মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করা হবে। কিন্তু গত ১১ বছরেও ঘাটালের বন্যা পরিস্থিতিতে কোনও বদল আসেনি। দীর্ঘদিন ধরে আটকে ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটালবাসীরা জানিয়েছেন যে, প্রতি বছরই বর্ষাকালে ঘাটালে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
এক্ষেত্রে উল্লেখ্য, গত লোকসভা ভোটের আগে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন দেব। পরে মমতা তাকে আশ্বাস দেন, রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগিয়ে নিয়ে যাবে। তারপরই ভোটে লড়ার সিদ্ধান্ত নেন দেব।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ঘাটালের সবকটি শ্মশানও জলে ডুবেছে। ফলে মৃতদেহ নিয়ে নৌকায় করে ঘুরতে হচ্ছে। ঘাটালের জলমগ্ন প্রত্যন্ত গ্রামগুলিতে বহু মানুষ নদীর পাড়ে বা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন।