নিজস্ব সংবাদদাতাঃ হাওড়ার শিবপুরে কিছুদিন আগে গোলমালের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনার সরব হয়েছিলেন বিভিন্ন মহল। জোর শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এখন অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ছন্দে ফিরেছে জনজীবন। এরই মধ্যে পুলিশের তরফে বদলি সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে শিবপুর থানার আইসিও। শিবপুর থানার আইসি হিসেবে কর্মরত ছিলেন অরূপ কুমার রায়। তাঁকে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স শাখার ইনস্পেক্টর করে পাঠানো হল। সেই জায়গায় শিবপুর থানার আইসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন অভিজিৎ চট্টোপাধ্যায়। তিনি এর আগে ঝাড়গ্রামের কোর্ট ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। সেই সঙ্গে বদল করা হচ্ছে হাওড়া থানার আইসিকেও। হাওড়া থানার আইসি হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন দীপঙ্কর দাস। তাঁকে এবার পাঠানো হল ঝাড়গ্রামের কোর্টে ইনস্পেক্টর পদে। হাওড়া থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে সন্দীপ পাখিরাকে। তিনি এর আগে চন্দননগর পুলিশ কমিশনারেটে ইন্টেলিজেন্স শাখায় ডেপুটেশনে ছিলেন। এবার তাঁকে হাওড়া থানার দায়িত্বে নিয়ে আসা হল। সাম্প্রতিক ঘটনা পরম্পরার নিরীখে এই বদলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।