ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের কথা জানান। ঠিক অন্যদিকে ঘাটালে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে রোড শোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন দীপক অধিকারী তথা দেব ঘাটাল থেকে তৃতীয় বার জয়ী হয়ে সাংসদ হলেই, রাজ্য সরকার নিজের কোষাগার থেকে অর্থ দিয়ে রূপায়ন করবে ঘাটালবাসীর চির অপেক্ষাকৃত প্রকল্প ঘাটাল মাস্টারপ্ল্যান। আর সেই মতই ২০২৪-এ তৃতীয়বারের জন্য সংসদে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী। বর্তমান সরকারের ২০২৫ সালের পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্লেনের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ হওয়ার পরে ঘাটালবাসীর মুখে হাসি ফোটে। বাজেটের পর ঘাটালে বিশেষ বৈঠক হয় ১৬ ফেব্রুয়ারি রবিবার। বৈঠকে উপস্থিত হন সেচমন্ত্রী মানস রঞ্জন ভুইয়া, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা, ঘাটালের সাংসদ দীপক অধিকারী, জেলাশাসক খুরশেদ আলী কাদরী, পুলিশ সুপার ধৃতীমাণ সরকার, ঘাটালের মহাকুমা শাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
দীপক অধিকারী বলেন, "২৪-এর ভোটের আগেই আমি মুখ্যমন্ত্রী কে জানিয়েছিলাম, ঘাটাল মাস্টার প্ল্যান যদি তৈরি হয় তাহলে এই ভোটে দাঁড়াবো। আর সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালবাসীর স্বপ্নপূরণ করার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজে। দীর্ঘদিন ধরে অনেকগুলি রাজনৈতিক দলের সরকার এবং অনেক এমপি চেষ্টা করেছেন ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ করার। তবে তারা কোনোভাবে হয়তো করে উঠতে পারেননি। আমি এবং আমার দল তথা রাজ্য সরকার চেষ্টা করেছি এই প্রকল্প রূপায়ণ করার। তাই আজকে এই জয় শুধু সরকারের নয়, ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাধারণ মানুষ এবং যারা দীর্ঘদিন ধরে মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য আন্দোলন করেছিলেন, তাদের জয়! আমরা আগের থেকেই জানতাম যে টাকা বরাদ্দ হবে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য। তাই কিভাবে জমি নিয়ে বাস্তবে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ন করা যাবে সে বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে। তবে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবে রূপায়ণ করার জন্য শুধুমাত্র রাজ্য সরকার নয়, ঘাটালের প্রত্যেকটি মানুষের পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক দলেরও সহযোগিতা লাগবে। আর এই ঘাটাল মাস্টারপ্ল্যানের শিলান্যাসের উদ্ধোধন করবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ওনার কাছে তারিখ চাইবো। সেই তারিখেই শিল্যান্যাস হবে"।