নিজস্ব সংবাদদাতা: মূক-বধির শিশুকে বলি দেওয়ার চেষ্টা গড়বেতায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, বছর চারের বাচ্চাকে সিঁদুর মাখিয়ে রাখা হয়েছিল। অনুমান, রাতে বলি দেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছিল। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ নম্বর ব্লকে ৷ ঘটনায় প্রথমে অভিযুক্ত-সহ পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাদের মধ্যে থেকে একজনকে চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে ৷ জানা গিয়েছে, ওই এলাকাতেই তাঁর বাড়ি বলে।
/anm-bengali/media/media_files/nnO1qYyzhRwLPmVgOoaY.jpg)
স্থানীয় বাসিন্দারা জানান, অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুটি। ধৃত দীর্ঘদিন ধরে তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত রয়েছে। বেশ কিছুদিন ধরেই অভিযুক্ত যুবকের কার্যকলাপের উপর নজর রাখছিলেন স্থানীয়রা । পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয় । বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না, তাও জানার চেষ্টা চলছে।