নিজস্ব সংবাদদাতাঃ আরজি করের ঘটনায় সারা দেশ আজ তোলপাড় হয়ে উঠেছে। এই আবহেই এবার বিভিন্ন জায়গায় থেকে সামনে এসেছে থ্রেট কালচারের ঘটনা। এবার এই থ্রেট কালচারের কথা সামনে আনলেন চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস। তিনি জানিয়েছেন, ' থ্রেট কালচারের শিকার তিনিই। '