নিজস্ব সংবাদদাতাঃ আবারও বিতর্কে জড়ালেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার রায়ে প্রায় ২৫ হাজারেরও বেশি শিক্ষকের চাকরিচ্যুতি ঘটেছে। এই বিষয়েই এক বিতর্কিত মন্তব্য করে বসেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার এই মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/01/Justice-Abhijit-Ganguly.jpg)
ভিডিওটিতে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে বলতে শোনা যাচ্ছে,'যারা অযোগ্য তাদের চাকরি আমি খেয়েছিলাম। আপাতত তারা সুপ্রিম কোর্টের একটি সামান্য স্টে অর্ডারের বেঁচে আছেন। আশা করছি খুব শীঘ্রই তারা মারা যাবেন। ' এইটুকু বক্তব্যই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। তার আগে বা পরে কী বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা জানা যায়নি।
/anm-bengali/media/post_attachments/e954450ad77f9761f3df81caea570417148e1751b66120b77f16b104408e1637.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)