'' সিপিএমের সঙ্গে জোট করতে বারণ করেছিলাম '' দাবী মুখ্যমন্ত্রীর

বাংলার কংগ্রেস-সিপিএমের জোট নিয়ে খড়্গহস্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Adrita
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, '' সিপিএমের সঙ্গে কংগ্রেসকে জোট বাঁধতে বারণ করেছিলাম। দু'টি আসনও ছাড়তে চেয়েছিলাম। কিন্তু ওরা শোনেনি।'' 

এক্ষেত্রে প্রসঙ্গত যে, বিবার প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর এলাকায় দাঁড়িয়ে কংগ্রেসকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। আজ মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলি রায়হানের সমর্থনে প্রচারে গিয়ে সুজাপুরের সভা থেকে বাংলার কংগ্রেস-সিপিএমের জোট নিয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

CM Mamata Banerjee: আজ বর্ধমানে মুখ্যমন্ত্রী, ৩৬৫ কোটি টাকার একাধিক  প্রকল্পের ঘোষণা করবেন মমতা | CM Mamata Banerjee will go bardhaman and  inagurate many new projects there – News18 বাংলা

মুখ্যমন্ত্রী আরও বলেন, '' মনে রাখবেন, এই ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, নামটাও আমি দিয়েছি, যা দেখে মোদী থরথর করে কাঁপেন। দিল্লিতে যদি সত্যিই বিজেপিকে রুখতে চান, তা হলে বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এ বার যাবেন না। আমরাও যাইনি কোথাও। আমরা ইচ্ছে করলে অনেক জায়গায় লড়াই করতে পারতাম। আমাদের একটাই জায়গা বাংলা। এই বাংলা থেকে যদি বিজেপিকে রুখতে না পারি। সবাই লেজ গুটিয়ে পালালেও, তৃণমূলই নেতৃত্ব দিয়ে ইন্ডিয়াকে ক্ষমতায় আনবে। অন্য কোনও দল নয়। '' 

আবু বারকাত আতাউর গণী খান চৌধুরী - উইকিপিডিয়া

প্রয়াত গনি খানকে স্মরণ করে মুখ্যমন্ত্রী আবারও বলেন যে, '' বরকতদাকে আমরা শ্রদ্ধা করি। তিনি যত দিন ছিলেন আপনারা কংগ্রেসকে ভোট দিয়েছেন। আমরা খুশি হয়েছি। কিন্তু এখনও কেন বার বার ওদেরই ভোট দেবেন? মৌসম বেনজির নুরকে তো আমরাই জিতিয়েছিলাম। কিন্তু লোকসভায় গিয়ে যে চুপ করে বসে থাকে, মানুষের কথা বলে না, তাঁকে কেন প্রার্থী করব ? মহুয়া মৈত্রকে দেখুন। সংসদে বিজেপির বিরুদ্ধে মুখ খুলত বলে ওকে তাড়িয়ে দিয়েছে। ''

তৃণমূলের পঞ্চায়েত জয়, চোট পাওয়ার দিন ১৫ পর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা : Chief  Minister Mamata Banerjee came to Nabanna 15 days after her leg injury |  Indian Express Bangla

কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেছেন, '' আমি তো বরাবরই কংগ্রেসকে সাহায্য করতে চেয়েছি। বিধানসভায় ওদের একটাও আসন নেই। তবু লোকসভায় দুটো আসন দিতে চেয়েছিলাম। ওরা নিল না, সিপিএমের হাত ধরল। আপনারা চান, বাংলায় আমি সিপিএমের কাছে আত্মসমর্পণ করি ? '' 

Add 1