বিয়ের এক বছরের মাথায় খুন বর

বন্ধ ফ্ল্যাটের দরজা খুলতেই হতবাক পুলিশ ৷ বিছানা রক্তে ভাসছে, মাথায়-কোমরে-পিঠে-বুকে আঘাতের চিহ্ন ৷ বিয়ের এক বছরের মাথায় যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বেলেঘাটায় ৷

author-image
Jaita Chowdhury
New Update
Murder

নিজস্ব সংবাদদাতা: পাটুলিতে প্রাক্তন শিক্ষিকার রহস্যমৃত্যুর রেশ এখনও কাটেনি। তার মধ্যে ফের শহরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের দেহ। বিয়ের 1 বছরের মাথাতে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলেঘাটার কলিমুদ্দিন সরকার স্ট্রিটে । দেহটি প্রাথমিকভাবে দেখে গোয়ান্দাদের অনুমান যুবককে খুন করা হয়েছে ৷

আবাসনের লিফট থেকে পড়ে মৃত্যু ব্যক্তির

বৃহস্পতিবার রাতে এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 28 বছর বয়সি রোহন মণ্ডলের দেহ। তাঁর শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন ছিল, দেহের আশপাশ রক্তে ভেসে যাচ্ছিল বলে জানা যায় পুলিশের তরফে ৷