নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুনের অভিযোগ তুলেছে বাপের বাড়ির লোকজন। থানায় অভিযোগ দায়ের করলে স্বামীকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর সদরের বেলিয়া এলাকায় রুবিনা খাতুন (২১) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। যদিও ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার স্বামী, শ্বশুর, শাশুড়িসহ পাঁচ জনের বিরুদ্ধে। রাতেই মৃতার স্বামী সেখ তেজামুলকে (২৩) গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, ২০২১ সালে মেদিনীপুর শহরের পাঠানমহল্লা এলাকার বাসিন্দা সেখ রাজেশের কন্যা রুবিনার সাথে বিয়ে হয় মেদিনীপুর সদরের বেলিয়ার সেখ তেজামুলের। একটি দেড় বছরের পুত্র সন্তানও রয়েছে তাদের। মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, মেয়ের শ্বশুরবাড়ির লোকজন নিত্যদিন অত্যাচার চালাত। এদিনও মৃত্যুর খবর লুকিয়ে বিষ খেয়ে নিয়েছে বলে আমাদের জানিয়েছিল। আমরা গিয়ে দেখি মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে। বিষ খাওয়ার কোন উপসর্গই দেখা যায়নি। ওরা পরিকল্পিতভাবে মেরে ফেলেছে। বুধবার তেজামুলকে মেদিনীপুর আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।