লোকসভা নির্বাচনের আগে বড় ধস তৃণমূলে, খুশির হাওয়া গেরুয়া শিবিরে

লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা তৃণমূলে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের চোরচিতা অঞ্চলে নির্দল ও তৃণমূলের কর্মী সমর্থকদের ৫০টি পরিবার বিজেপিতে যোগদান করে।

author-image
Tamalika Chakraborty
New Update
bjp joins edit.jpg


নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগে বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের চোরচিতা অঞ্চলে নির্দল ও তৃণমূলে বড় ধস। জানা গেছে, ভামাল বুথের নির্দলের জয়ী প্রার্থী জগদীশ কুমার মণ্ডল সহ ৫০ টি পরিবার দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সম্পাদিকা সোনালী মুর্মু, ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক মনিচাঁদ পানি, বিজেপির মন্ডল সভাপতি তাপস সুঁই সহ অন্যান্য নেতৃত্বরা। যোগদানকারীদের বক্তব্য, প্রধানমন্ত্রীর  উন্নয়নের কাজে সামিল হতে তারা নির্দল ও তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। নির্দল ও তৃণমূল ছেড়ে যোগদানকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিজেপি রাজ্য সম্পাদিকা সোনালী মুর্মু । তিনি বলেন , লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসবে ততই শাসক দল তৃণমূল দল ছেড়ে মানুষ দলে দলে বিজেপিতে যোগদান করবেন। রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে মানুষ আর তৃণমূল দলের সাথে থাকবে না। যার ফলে লোকসভা নির্বাচনের আগে গোপীবল্লভপুর ২ মণ্ডল বিজেপি দল তাদের শক্তি বাড়াল বলে রাজনৈতিক মহলের অনুমান। প্রসঙ্গত লোকসভা নির্বাচনকে পাখির চোখ করতে ও রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে গোপীবল্লভপুর ২ নং ব্লকের নোটাতে বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির  নেতৃত্বদের নিয়ে আয়োজিত হল গুরুত্বপূর্ণ কর্মী বৈঠক। এদিনের কর্মী বৈঠক সভা শেষে নির্দল ও তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। এই প্রসঙ্গে গোপীবল্লভপুর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশোভন নায়েক বলেন, তৃণমূল ছেড়ে কেউ যোগদান করেনি। বিজেপি মিথ্যা অপপ্রচার করে লোকসভা নির্বাচনের আগে প্রচারে আসতে চাইছে। বিজেপির কোনো সংগঠন নেই এখানে।