লক্ষ্মীর ভাণ্ডারের খেলা, বিজেপি ছেড়ে তৃণমূলে কয়েকশো মানুষ! ফের ফুলবদল

ফের ঘর ভাঙল বিজেপির।

author-image
Aniruddha Chakraborty
New Update
bjp tmc delhi.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তৃণমূল সরকারের। তার টানেই লোক বাড়ল তৃণমূলের ঘরে। রবিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের পাণ্ডুক হাটতলায় তৃণমূলে পতাকা তুলে নেন বিজেপির দুই পঞ্চায়েত সদস্য-সহ কয়েকশো মানুষ। বিজেপির পতাকা হাতে নিয়ে এলেন তৃণমূলের মঞ্চে। এরপর সেই পতাকা রেখে হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা।  যদিও বিজেপির এই নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আউশগ্রামের রামনগর পঞ্চায়েতের বিজেপির দুই পঞ্চায়েত সদস্য-সহ কয়েকশো বিজেপি সমর্থক এদিন তৃণমূলে যোগ দেন বলে তৃণমূলের দাবি। পাণ্ডুক হাটতলায় রবিবার সন্ধ্যায় নতুন সদস্যদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন।