চূড়ান্ত অমানবিকতার মাঝে আজও বেঁচে রয়েছে মানবিকতা!

অসুস্থ অবস্থায় হাসপাতালের বাইরে পড়ে বৃদ্ধ। সহায় হলেন অ্যাম্বুলেন্স চালক। তারপর?

author-image
Pallabi Sanyal
New Update
েো

দিগ্বিজয় মাহালী, ময়না : দুর্গাপুরের পর অমানবিকতার আরেক চিত্র ফুটে উঠল ময়না হসপিটাল চত্বর এলাকায় ৷ রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে পড়ে থাকতে দেখেও কেউ হাত লাগালো না। অবশেষে এক ড্রাইভারের সহযোগিতায় উদ্ধার করা হলো বৃদ্ধকে৷
অজ্ঞাত পরিচয়হীন এক বৃদ্ধ (৭০থেকে ৭৫ লছর বয়স) লোককে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১০-১২ দিন পড়ে থাকতে দেখা যায় ৷  হসপিটালের আউটডোরে মুখে রক্তাক্ত অবস্থায় জলে পড়ে যান তিনি৷ স্থানীয় এক অ্যাম্বুলেন্স  চালক তা দেখতে পেয়ে হসপিটালের আধিকারিক ও পুলিশকে খবর দেন ৷তখন হসপিটালে তরফ থেকে এক নার্স এসে এবং সেই ড্রাইভারের সহযোগিতায় বৃদ্ধকে হসপিটালে ভর্তি করা হয় ৷তার প্রাথমিক চিকিৎসা চলছে ৷হসপিটালে দায়িত্বপ্রাপ্ত ডাক্তারবাবু বৃদ্ধের জন্ডিস হয়েছে বলে মনে করছেন।সাথে সাথে আরো কোনো রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে ৷জানা গিয়েছে বৃদ্ধের পরিবারে এক ছেলে নাতি-নাতনি এবং বউ-বৌমা রয়েছে কিন্তু তারা দেখাশোনা না করায় সে বাড়ি থেকে বেরিয়ে আসে ৷ অমানবিকভাবে দীর্ঘদিন হসপিটালে পড়ে থাকলেও তাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার মতন কারো কোন উদ্যোগ দেখা যায়নিপরিবার থেকেও তাকে নিয়ে যাওয়ার কোন প্রয়োজন বোধ করেনি ৷

hiring.jpg