নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ সাংসদ দেবের নির্দেশে নৌকায় করে ঘাটালের বন্যা দুর্গত মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে রান্না করা খাবার। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের শ্রীরামপুর, নিশ্চিন্দিপুর, গড়প্রতাপনগরসহ বেশ কিছু এলাকায় বন্যা দুর্গত মানুষদের নৌকায় করে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন ঘাটালের সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্না।
সূত্র মারফত জানা গিয়েছে যে, দেবের কথামতো ঘাটালে বন্যা দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রীর পাশাপাশি দুপুরে রান্না করা খাবার তুলে দেওয়া হচ্ছে বন্যার্তদের।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, কয়েকদিন আগেই রাজ্য সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের মন্ত্রী জাভেদ খানকে সাথে নিয়ে নৌকায় চড়ে ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শন করে বন্যা দুর্গতদের ত্রাণ তুলে দিয়েছিলেন সাংসদ দেব। আর এবার তারই নির্দেশে বর্তমানে বন্যার্তদের বাড়িতে বাড়িতে রান্না করা খাবার পৌঁছে যাচ্ছে।