নিজস্ব সংবাদদাতা : একদিকে যেখানে আরজিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ, অন্যদিকে মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন এক সিভিক ভলেন্টিয়ার। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অধীনে পিড়াকাটা পুলিশ পোস্টের গড়মাল গ্রামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে তার বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেছেন সিভিক ভলেন্টিয়ার গুরুপ্রসাদ ভান্ডারী।
জানা গেছে, গত রাতে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন গুরুপ্রসাদ ভান্ডারী। পথে তিনি গড়মাল বাজারের চকে এক মানসিক ভারসাম্যহীন যুবককে ঘেরাটোপে আটকে থাকতে দেখেন। যুবকের সঙ্গে কথা বলে তার নাম সুজন মালিক (২৭), হুগলি জেলার আরামবাগ থানার ভাটার মোড় গ্রামের বাসিন্দা, জানা যায়।
গুরুপ্রসাদ ভান্ডারী তার নিরাপত্তার জন্য সুজনকে সহায়তা করে গ্রামের মানুষের সহযোগিতায় একটি নিরাপদ স্থানে রাত কাটানোর ব্যবস্থা করেন এবং খাবারেরও ব্যবস্থা করেন। পরবর্তীতে, আরামবাগ থানার সিভিক বন্ধুদের মাধ্যমে সুজনের পরিবারের খবর পৌঁছানো হয়।
আজ সকালে, সুজনের বাবা ভোমরা মালিক ও তার জেঠু পিড়াকাটা পুলিশ পোস্টের ওসি অমিত চ্যাটার্জির কাছ থেকে তাদের ছেলেকে পেয়ে আনন্দের সাথে বাড়ি ফিরিয়ে নিয়ে যান এবং পিড়াকাটা পুলিশ পোস্টের সদস্যদের ধন্যবাদ জানান।