হুলা পার্টির সদস্যকে পা দিয়ে পিষে মেরে ফেললো হাতি!

মৃতের দাদা শম্ভুনাথ মাহাত বলেন, ''বনদফতরের কাছে আবেদন জানাই, যাতে সরকারি ক্ষতিপূরণ পাওয়া যায়।'' তবে হাতির হামলায় হুলা পার্টির সদস্য ওই যুবকের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

author-image
Pallabi Sanyal
New Update
hula party member death

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বুধবার সাঁকরাইল ব্লকের বালিভাষা এলাকায় হাতির হামলায় মৃত্যু হল এক হুলা পার্টির সদস্যের। নয়াগ্রামের জঙ্গল থেকে একদল হাতি সাঁকরাইলের বালিভাষার জঙ্গলের দিকে আসছিল ধান চাষের জমির উপর দিয়ে। গ্রামের মধ্যে যেন ক্ষয়ক্ষতি না হয় তার পাশাপাশি দুর্ঘটনা যাতে না ঘটে হাতির তাণ্ডবে, তার জন্য হুলা পার্টির সদস্যরা হাতির দলকে গ্রামে প্রবেশ করা থেকে তাড়াতে গিয়েছিল।  হাতির দল থেকে একটি হাতি বেরিয়ে এসে আচমকাই পিছন থেকে হুলা পার্টির সদস্য সঞ্জীব মাহাত ( বয়স ২২) কে পা দিয়ে পিষে দেয়। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বালিভাষা এলাকায়। সঞ্জীব মাহাতোর বাড়ি বালিভাষা এলাকায়। ঘটনাস্থলে পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা তাকে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সাঁকরাইল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের দাদা শম্ভুনাথ মাহাত বলেন, ''বনদফতরের কাছে আবেদন জানাই, যাতে সরকারি ক্ষতিপূরণ পাওয়া যায়।'' তবে হাতির হামলায় হুলা পার্টির সদস্য ওই যুবকের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে মৃতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। বনদফতরের পক্ষ থেকে হাতির হামলায় মৃত যুবকের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়।