নিউ টাউনশিপ থানার বিশাল সাফল্য

বিশাল সাফল্য।  

author-image
Adrita
New Update
ণ

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ ২৯ নভেম্বর নিউ টাউনশিপ থানার এবিএল টাউনশিপের শাশ্বতী দত্ত নামের এক মহিলার বাড়ির ভেতর থেকে সোনা, রুপো, কাঁসা সহ চার লক্ষ টাকার সামগ্রী চুরি গেছিল। তদন্ত নেমেছিল নিউ টাউনশিপ থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে শুক্রবার রাতে নিউ টাউনশিপ থানার ওসি নাসরিন সুলতানার নেতৃত্বে নিউ টাউনশিপ থানার বাবুরবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার হয় দু'জন।

জানা গেছে ধৃত প্রদীপ সরকার ও রিতা চৌধুরীকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। ধৃতদের জেরা করে চার লক্ষ টাকার চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার হয়। মঙ্গলবার ধৃতদের ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা নিয়েও তদন্ত চলছে বলে জানান নিউ টাউনশিপ থানার পুলিশ আধিকারিকরা।