পুকুর পাড়ে পড়ে রয়েছে এক বস্তা এটিএম কার্ড! চাঞ্চল্য বাংলায়

মিললো একবস্তা এটিএম কার্ড। মালদহের রতুয়া দুই নম্বর ব্লকের মহারাজপুর এলাকায় বিপুল পরিমাণে এটিএম কার্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
atm1

এটিএম কার্ড

নিজস্ব সংবাদদাতা: মিললো একবস্তা এটিএম কার্ড (ATM Card)। মালদহের রতুয়া দুই নম্বর ব্লকের মহারাজপুর এলাকায় বিপুল পরিমাণে এটিএম কার্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিত্যক্ত পুকুরের পাড় থেকে পাওয়া গেছে প্রায় এক বস্তা এটিএম কার্ড। এই এটিএম কার্ড কীভাবে এলাকায় পৌঁছল তা নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের (Bank Authority) বিরুদ্ধে অভিযোগ তুলে সরব স্থানীয় বাসিন্দারা। মালদহের রতুয়া ২ ব্লকের অন্তর্গত মহারাজপুর এলাকায় রয়েছে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের একটি শাখা। ব্যাঙ্কের শাখার ঢিল ছোড়া দূরত্বে পাওয়া গেছে ওই এটিএম কার্ডগুলি।