বড় খবরঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা রাজ্যের

আজ থেকেই রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিশেষ কিছু উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

author-image
Probha Rani Das
New Update
students exam.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এটি চলবে। কলকাতা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য রাজ্য পরিবহন নিগমের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলির মধ্যে ১৪টি রুটে বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। সকাল ৭টা ৪৫ মিনিট থেকে দুপুর দেড়টার মধ্যে বিভিন্ন রুটে প্রান্তিক বাসস্ট্যান্ড থেকে ওই সব বাস ছাড়ছে।

এই বিশেষ 'পরীক্ষা স্পেশাল' বাস পরিষেবা উত্তরে দক্ষিণেশ্বর থেকে ধর্মতলা, ব্যারাকপুর থেকে হাওড়া, কাঁকুড়গাছি থেকে বেহালা, কলকাতা বিমানবন্দর থেকে ধর্মতলা এবং ডানলপ থেকে বালিগঞ্জ রুটে মিলবে। দক্ষিণে বালিগঞ্জ স্টেশন থেকে ধর্মতলা, ঠাকুরপুকুর থেকে ধর্মতলা, কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর, গড়িয়া থেকে দেশপ্রিয় পার্ক হয়ে হাওড়া স্টেশন, সরশুনা এবং ঠাকুরপুকুর থেকে হাওড়া স্টেশন, গড়িয়া থেকে টালিগঞ্জ হয়ে হাওড়া স্টেশন এবং যাদবপুর ৮বি থেকে হাওড়া স্টেশন রুটে চলবে। অন্য দিকে, পূর্বে নিউ টাউন থেকে শিয়ালদহ রুটেও এই পরিষেবা পাওয়া যাবে

উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বাস পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বিশেষ কন্ট্রোল রুম সকাল ৬টা থেকে চালু থাকবে। কন্ট্রোল রুমের নম্বর হল (০৩৩) ২২৩৬০৪৬২ /০৪৬৩। যে কোনও সমস্যায় এই নম্বরে যোগাযোগ করা যাবে বলে পরিবহণ দফতরের তরফে ঘোষণা করা হয়েছে। 

v

স্ব

স

স