নিজস্ব সংবাদদাতা: পুজোর মুখে হাওড়ার উদয়নারায়ণপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সেই পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ইতিমধ্যেই ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকার ১১২টি গ্রাম সম্পূর্ণ রূপে প্লাবিত হয়েছে। নতুন করে একাধিক এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যা পরিস্থিতির জেরে প্রায় ৪০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
গৃহহীনদের উদ্ধার করে ফ্ল্যাড সেন্টারে নিয়ে আসা হয়েছে। এই মুহুর্তে উদ্ধার কাজে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ২ হাজারের বেশি মানুষকে উদয়নারায়ণপুরের ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে।
File Picture
এক নাগাড়ে বৃষ্টি ও ডিভিসি জল ছাড়ায় উদয়নারায়ণপুরের অবস্থা এরকম সঙ্কটজনক। তবে শুধু হাওড়ার উদয়নারায়ণপুর নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখন বন্যা পরিস্থিতি চলছে। অবস্থা খুবই খারাপ সেখানকার মানুষদের। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়ায় এই পরিস্থিতি বলে জানা যাচ্ছে। তবে মুখ্যমন্ত্রী বৃষ্টির চেয়ে বেশি ডিভিসিকেই দোষারোপ করছেন।
তিনি ইতিমধ্যেই বলেছেন, এটা ‘ম্যান মেড বন্যা’। আজ সমস্ত বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। আর তাতেই দুর্গত মানুষদের কথা শুনে আরও ক্ষোভ উগড়ে দেন প্রশাসনিক প্রধান।