আরও কঠোর হাওড়া পুলিশ! ইভটিজারদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছে

হাওড়ায় নারী সুরক্ষাকে আরও মজবুত করতে কঠোর অবস্থান নিচ্ছে পুলিশ। হাওড়া পুলিশ জানিয়েছে, তারা উইনার্স স্কোয়াড তৈরি করেছে। বিভিন্ন সমস্যা সমাধানে হাওড়া শহরের রাস্তায় দেখা মিলবে উইনার্স বাহিনীর৷

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
howrah police edit.jpg

নিজস্ব সংবাদদাতা: সোমবার রাতে হাওড়া পুলিশ টুইটারে জানায়, ‘হাওড়া শহরের রাস্তায় মহিলাদের সুরক্ষায় কর্তব্যরত উইনার্স স্কোয়াড। ইভটিজার থেকে শুরু করে শ্লীলতাহানির মতো ঘটনা রুখতে, মহিলা ও টিনেজারদের বিভিন্ন সমস্যা সমাধানে হাওড়া শহরের রাস্তায় দেখা মিলবে উইনার্স বাহিনীর৷ মূলত নারী সুরক্ষার কথা মাথায় রেখেই এই স্কোয়াড৷ ‘হাওড়া সিটি পুলিশের উইনার্স বাহিনী’ স্কুটি নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় দিনে ও রাতে বিভিন্ন সময়ে স্কুল, কলেজ, শপিং মল সহ বিভিন্ন জনবহুল এলাকায় মহিলাদের সুরক্ষাতে কর্মরত। আর তাই যেকোনো অসুবিধায় পড়লে বা এই টীম "উইনার্স" এর সাহায্যের প্রয়োজন বোধ করলে ডায়াল করুন ০৩৩ ২৬৪১ ৫৬১৪ অথবা ১০০ নম্বরে। হাওড়া সিটি পুলিসের 'উইনার্স_টিম' আপনার পাশে থাকবে সাধ্যমতো।‘