কেমন থাকবে আজ দেবীপক্ষের প্রথম দিনটি ? জানালেন আবহাওয়াবিদরা

কেমন থাকবে শহরের আবহাওয়া ? বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কতটা ? কলকাতায় কেমন থাকবে আজকের আবহাওয়া ?

author-image
Adrita
New Update
Rain on Durga Puja

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ ২ অক্টোবর, বুধবার মহালায়া। আজ থেকেই শুরু হল দেবীপক্ষের সূচনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস। আজ ৩৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা থাকলেও, ৩৬ ডিগ্রী সেলসিয়াসের মত গরম অনুভূত হতে পারে সারাদিন। এ ক্ষেত্রে বলা বাহুল্য যে, বেশ কিছুদিনের টানা বর্ষণ কমে গিয়ে গরমের মাত্রা তীব্রতর হয়েছে। তবে আজ মহালয়ার দিনটি ভোরবেলা হালকা বৃষ্টি দিয়ে শুরু হয়েছে। যার ফলে চাপা গুমোটভাব কিছুটা হলেও কেটে গিয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে,আজ সারাদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কলকাতাসহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। 

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ৮ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৮৫ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৬ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০০৬.১ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ১২.৮৭ কিলোমিটার। আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ কম রয়েছে। 

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল ১লা অক্টোবর, মঙ্গলবার, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রী সেলসিয়াস। গতকাল বৃষ্টি হয়েছে সামান্য মাত্র ০.৬ মিলিমিটার।

কলকাতার আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।