নিজস্ব সংবাদদাতাঃ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে যে, শুক্রবার ২৪ তারিখ সকাল ৮ টা নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর এটি মায়ানমার সাগরের দিকে এগোবে। ঘূর্ণিঝড় হওয়ার পর এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করবে। রেমালের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ৬৫ থেকে ৭০ কিলোমিটার।
শুক্রবার সকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।