সন্দেশখালিতে বোমা-অস্ত্রের ভাণ্ডার! ঠিক কত অস্ত্র রয়েছে শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে

সিবিআই সূত্রের খবর, শাহজাহান শেখের এক ঘনিষ্ঠের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে প্রচুর অস্ত্র মজুদ রয়েছে। রিপোর্টের পরেই এনএসজি কমান্ডোররা সন্দেশখালিতে হাজির হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
nsg sandesh khali .jpg

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার  সন্দেশখালিতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে এনএসজির কমান্ডোররা রোবটের সাহায্যে তল্লাশি চালায়। সিবিআই সূত্রের খবর, শাহজাহান শেখের এক ঘনিষ্ঠের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে প্রচুর অস্ত্র মজুদ রয়েছে। রিপোর্টের পরেই এনএসজি কমান্ডোররা সন্দেশখালিতে হাজির হয়। তল্লাশি অভিযানে মিলেছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা। সেই কারণেই রোবট আনা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।  কেন্দ্রীয় সংস্থার সূত্রের খবর অনুযায়ী তালেবের বাড়ি থেকে ১২৮ রাউন্ড গুলি , পাঁচটি অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র , বেশ কয়েকটি দেশি বন্দুক, বোমা তৈরির মশলা-সহ বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে।  মাটির নীচে প্রচুর বিস্ফোরক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  সেই কারণেই অটোমেটিক রোবট স্ক্যানার দিয়ে তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। 

nsg robot .jpg

 tamacha4.jpeg