নিজস্ব সংবাদদাতা : ১০০ দিনের কাজের টাকা বকেয়া। আর তার জন্য লড়াই জারি তৃণমূলের। প্রথমে দিল্লিতে ধর্না অবস্থান থেকে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া, তারপর কলকাতায় ফিরেই রাজভবনের সামনে বোসের অপেক্ষায় ধর্না-অবস্থান। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্না অবস্থানের চতুর্থদিন। এক্স হ্যান্ডে বার্তা তৃণমূলের। পোস্টে লেখা হয়েছে, ''বঞ্চিত মানুষগুলোর নীরব কান্না, যন্ত্রণা ফুটে উঠেছে তাদের চোকে মুখে। আর কত নিদ্রাহীন রাত কাটাবে তারা? আর কত যন্ত্রণা সহ্য করবে তারা? বাংলার দাবি ন্যায় বিচারের।''
এদিকে শনিবারই পাহাড়ে গিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূলের প্রতিনিধি দল। রাজভবনের তরফেও কেন্দ্রকে বকেয়ার বিষয়ে জানানো হবে। এদিকে এখনও ধর্নায় সামিল অভিষেক সহ যুব নেতা থেকে তৃণমূলের শীর্ষ স্থানীয় অনেক নেতা নেত্রীই। রয়েছেন বঞ্চিতরাও।