পাঁশকুড়ার অবস্থা কেমন? খোঁজ নিলেন জেলাশাসক

অতি বর্ষণ এবং পাঁশকুড়ার কাঁসাই নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছিল বিভিন্ন এলাকা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
hgnyjiukoio

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা দুর্গত এলাকায় মোটর সাইকেলে চেপে বিভিন্ন গ্রাম ঘুরলেন এবং খাল সংস্কারের জন্য খাল পরিদর্শন করলেন জেলাশাসক।

অতি বর্ষণ এবং পাঁশকুড়ার কাঁসাই নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছিল বিভিন্ন এলাকা। উঁচু এলাকা থেকে জল নামলেও নিচু এলাকায় এখনো কোথাও কোমর কোথাও হাঁটু সমান জল। কয়েকদিন আগে পাঁশকুড়ার দূর্গা পূজা উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী জেলা শাসক কে নির্দেশ দিয়েছিলেন যে জমে থাকা জল দ্রুত বার করার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হোক। 

hgnyjuykiu

সেই মতন আজ সুয়াদিঘী খাল, নাসিখাল পরিদর্শন করেন জেলাশাসক। পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। কোথাও পায়ে হেঁটে তো কোথাও মোটর সাইকেলে গ্রামের ভিতরে বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন তিনি।

gnjhkol

i