শীতের রাতে গৃহবধূকে ঘরছাড়া করার অভিযোগ! চাঞ্চল্য! অভিযুক্ত WBCS অফিসার ও তাঁর মা

চাঞ্চল্য দুর্গাপুরে

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-12-25 at 1.16.52 PM

হরি ঘোষ, দুর্গাপুর: কনকনে শীতের রাতে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজায়। অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত খাদ্য সরবরাহকারী WBCS অফিসার নীলাদ্রী মুখোপাধ্যায় এবং তাঁর মা গীতা মুখোপাধ্যায়ের।

অভিযোগকারিণী সুতপা মুখোপাধ্যায় জানান, সোমবার রাতে তাঁর শাশুড়ি গীতা মুখোপাধ্যায় তাঁকে বাড়ির বাইরে বের করে দেন। সুতপার আরও অভিযোগ, "সন্ধ্যায় স্বামী নীলাদ্রী মুখোপাধ্যায় বাড়ি ফিরে আসার পর তিনিও আমাকে ঘরে ঢুকতে দেননি। ফলে গোটা রাত আমাকে বাড়ির বাইরে অসহায় অবস্থায় কাটাতে হয়।"

অভিযোগ অনুযায়ী, রাতেই সুতপার বাপের বাড়ির লোকজন দুর্গাপুরে পৌঁছে তাঁকে সহায়তা করেন। পরে মঙ্গলবার সকালে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সুতপা আরও বলেন, "বাড়ির মধ্যেই আমার গুরুত্বপূর্ণ নথিপত্র, গয়না, শাড়ি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়ে গেছে। বাড়িতে ঢুকতে না পারায় কী করব, কিছুই বুঝতে পারছি না।" অন্যদিকে, নীলাদ্রী মুখোপাধ্যায় ও তাঁর মা গীতা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। পুলিশের পক্ষ থেকে ফোন করা হলেও তাঁরা ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে যান বলে অভিযোগ।

বিষয়টি ঘিরে দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।