নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার দুপুরে রাতুলিয়া বাজারে একটি হোটেল ভাঙচুরের ঘটনা ঘটে। হোটেল সূত্রে জানা যায়, বেশ কয়েকজন ব্যক্তি তাদের হোটেলে এসে ম্যানেজারের সাথে বচসা করে। বচসার মধ্যেই মদ্যপ অবস্থায় কিছু জন হোটেলে ভাঙচুর চালায় এবং কটু কথায় গালাগালি করে বলে অভিযোগ।
পাশাপাশি হোটেলের সিকিউরিটিকে মারধর করে এবং হোটেলের একটি হরিমন্দির মদ্যপেরা ভেঙে দেয় বলে অভিযোগ। সেই সময়ের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যেও আসে। গতকাল রাতে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই দুইজন অভিযুক্তকে গ্ৰেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। আজ আরো একজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/04/09/W4EIyVpDNDSxWL6BO2lK.png)
ধৃত এক ব্যক্তি এই প্রসঙ্গে বলেন, “মদ্যপ অবস্থায় ভুল করে ভেঙে ফেলেছি”। ওই অভিযুক্তদের আজ তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর আজ বিকেলে পথে নামে বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এদিন ১৬ নং জাতীয় সড়ক রাতুলিয়ার কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে অবশ্য পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।