BREAKING : প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নিয়েছেন ! এবার মোদির ভূয়সী প্রশংসা করলেন অধীর
BREAKING : উরি সীমান্তে ফের গোলাবর্ষণ করলো পাকিস্তান ! পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীর
BREAKING : তড়িঘড়ি তিন সেনা প্রধানের সাথে বৈঠক করলেন মোদি ! কোন বড় সিদ্ধান্তের পথে ভারত ?
BREAKING : পাকিস্তানকে শিক্ষা দিতে আমাদের সেনাবাহিনীই যথেষ্ট ! এবার সেনাবাহিনীকে নিয়ে বড় মন্তব্য করলেন তেজস্বী যাদব
৩০০-৪০০টা ড্রোন ঢুকেছিল ভারতের আকাশে, স্পষ্ট করলেন কর্নেল কুরেশি
BREAKING : জরুরি অবস্থার জোরদার প্রস্তুতি গুজরাটে ! বাতিল হল সরকারি কর্মীদের ছুটি
BREAKING : বেসামরিক বিমানের আড়ালে হামলা চালিয়েছে পাকিস্তান ! বড় দাবি করলেন উইং কমান্ডার ভূমিকা সিং
BREAKING : ভারতীয় সেনাকে কুর্নিশ জানাই ! এবার ভারতীয় সেনাকে নিয়ে বড় মন্তব্য করলেন কেশব প্রসাদ মৌর্য
BREAKING : আপদকালীন পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত রাজ্য ? নিশ্চিত করতে ক্যাবিনেট বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

মদ্যপ অবস্থায় হোটেল ভাঙচুর, ঘটনায় গ্রেফতার ৩

এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-09 at 19.28.31

File Picture

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার দুপুরে রাতুলিয়া বাজারে একটি হোটেল ভাঙচুরের ঘটনা ঘটে। হোটেল সূত্রে জানা যায়, বেশ কয়েকজন ব্যক্তি তাদের হোটেলে এসে ম্যানেজারের সাথে বচসা করে। বচসার মধ্যেই মদ্যপ অবস্থায় কিছু জন হোটেলে ভাঙচুর চালায় এবং কটু কথায় গালাগালি করে বলে অভিযোগ।

পাশাপাশি হোটেলের সিকিউরিটিকে মারধর করে এবং হোটেলের একটি হরিমন্দির মদ্যপেরা ভেঙে দেয় বলে অভিযোগ। সেই সময়ের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যেও আসে। গতকাল রাতে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই দুইজন অভিযুক্তকে গ্ৰেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। আজ আরো একজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

ce25yt

ধৃত এক ব্যক্তি এই প্রসঙ্গে বলেন, “মদ্যপ অবস্থায় ভুল করে ভেঙে ফেলেছি”। ওই অভিযুক্তদের আজ তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর আজ বিকেলে পথে নামে বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এদিন ১৬ নং জাতীয় সড়ক রাতুলিয়ার কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে অবশ্য পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।