নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরে হাসপাতাল এর নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠকে যোগ দিতে মেদিনীপুরে আজ পা রাখলেন স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম। এছাড়াও ছিলেন হসপিটাল সিকিউরিটি অডিট কমিটির চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্ত।
মেদিনীপুরের জেলা শাসকের কার্যালয়ে এদিন অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে ছিলেন কমিটির সদস্য এনপি সিং, জয় বিশ্বাস, জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, CMOH সৌম্য শংকর সারেঙ্গী সহ প্রশাসনিক আধিকারিকরা।
মূলত, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাত্রের সাথী প্রকল্পে কি কি কাজ হয়েছে সেগুলো নিয়ে বিশদে পর্যালোচনা হয় এই বৈঠকে। সিসিটিভি ইনস্টলেশন থেকে শুরু করে হাসপাতালের নিরাপত্তায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।
উল্লেখ্য ইতিপূর্বেই জেলা প্রশাসনের তরফে সিকিউরিটি অডিট করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সূত্রের খবর সেই রিপোর্টও এদিন তুলে দেওয়া হয় কমিটির হাতে। বৈঠকের পর কমিটির সদস্যরা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে দেখেন।