সপ্তাহের শুরুতে কোন রাশির ভাগ্য উজ্জ্বল? দেখে নিন একনজরে

জেনে নিন ৭ই এপ্রিলের রাশিফল। মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জন্য কী বার্তা এনেছে আগামীকাল? সুখবর না সতর্কবার্তা?

author-image
Debapriya Sarkar
New Update
horoscope

নিজস্ব সংবাদদাতা : সোমবার নতুন সপ্তাহের শুরুতেই কেমন যাবে আপনার দিন? জেনে নিন রাশিফল কী বলছে—

মেষ রাশির ভাগ্যে কী আছে আজ?

মেষ রাশি

আজকের দিনটা বেশ ভালো যাবে। শরীর থাকবে একদম ঠিকঠাক। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে। বন্ধুরা পাশে থাকবে, এমনকি আর্থিক সাহায্যও পেতে পারেন। ব্যবসায়ে কিছুটা ওঠানামা থাকবে, কিন্তু সেটা সামলে নিতে পারবেন।

বৃষ রাশি: সাবধান হতে হবে

বৃষ রাশি

এই রাশির জাতকদের দিন কাটবে খুব ব্যস্ততায়। মন একটু অশান্ত থাকতে পারে। তবে ব্যবসায়ে বড় লাভের সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য হতে পারে, তাই কথা বলার সময় খেয়াল রাখুন।

মিথুন রাশি: বিশেষ সাবধান হন

মিথুন রাশি

দিনটা মিশ্র হতে চলেছে। বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন, নইলে পেটের সমস্যা হতে পারে। পরিবারে কোনও খুশির খবর আসতে পারে। এমনকি কারও কাছ থেকে বিয়ের প্রস্তাবও পেতে পারেন।

কর্কট রাশি: চিন্তা বৃদ্ধি

কর্কট রাশি

দিনটা হবে অনেকটাই ইতিবাচক। পুরোনো কোনও কাজ শেষ করতে পারবেন। বাড়িতে নতুন অতিথি আসতে পারে। মা-বাবার কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন।