ডিভিসি কে আক্রমণ করতে গিয়ে কিউসেকের বদলে নতুন এককের জন্ম, বলাগড়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে কটাক্ষের শিকার হুগলির তৃণমূল সংসদ রচনা ব্যানার্জি

ডিভিসি কে আক্রমণ করতে গিয়ে কিউসেকের বদলে নতুন এককের জন্ম। বলাগড়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে কিউসেকের বদলে কুইন্টাল একক ব্যবহার করায় কটাক্ষের শিকার হুগলির তৃণমূল সংসদ রচনা ব্যানার্জি

author-image
Debapriya Sarkar
New Update
Rachana Banerjee

নিজস্ব প্রতিবেদন : হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি সম্প্রতি বলাগড়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে ডিভিসির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। এসময় তিনি মন্তব্য করেন, "কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে ডিভিসি," যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Rachana Banerjee

তিনি ডিভিসির কাজকর্মকে কেন্দ্র করে রচনা ব্যানার্জি একাধিক প্রশ্ন তুলেছেন এবং অভিযোগ করেছেন যে, তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এদিকে, রচনার একটি উক্তিতে "কিউসেক" শব্দের বদলে নতুন একক 'কুইন্টাল' ব্যবহার করায় তিনি আবারও তুমুল কটাক্ষের শিকার হয়েছেন। এছাড়া পরিদর্শনের সময় রচনা 'বুনো ওল' কিনেও বিতর্কের জন্ম দেন, যা আরও বেশি সমালোচনার মুখে পড়েছে।

Rachana Banerjee

উল্লেখ্য, বুধবার সকালে হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনি ও মিলনগর গ্রামে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি গ্রামবাসীদের ক্ষোভের মুখোমুখি হন। গঙ্গার ভাঙনে একের পর এক বাড়ি তলিয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে। ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের মানুষরা। সাংসদকে কাছে পেয়ে গ্রামের মহিলারা তাঁদের অসহায়তা ও দুর্ভোগের কথা জানান। অনেকের বাড়ি তলিয়ে গেছে, অথচ এখনও তাঁদের জন্য আবাসের ঘর মেলেনি—এমন অভিযোগ করেন তারা। সাংসদ এই সমস্যাগুলোর প্রতি গুরুত্বারোপ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গ্রামবাসীদের এই দুঃখ-দুর্দশা শোনার পর তিনি পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।