CYCLONE মোচা এফেক্ট! ১ সপ্তাহের জন্য বাতিল হয়ে গেলো ছুটি

সাইক্লোন মোচার কারণে রাজ্যজুড়ে তৎপরতা তুঙ্গে। বিপর্যয় মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চাইছে প্রশাসন। এবার ছুটি বাতিল করে দেওয়া হলো।

author-image
Anusmita Bhattacharya
New Update
mocha2

নিজস্ব সংবাদদাতা: মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ-পূর্বে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha) ইতিমধ্যেই অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ১২ মে সকাল ৫.৩০-এ ঘূর্ণিঝড়টি পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৫২০ কিলোমিটার দূরে অবস্থান করছিলো কিন্তু বিকেলের মধ্যে সেটি খানিকটা এগিয়ে এসেছে। ১৪ মে একটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বাংলায়। ঝড়ের সতর্কতার পরিপ্রেক্ষিতে সুন্দরবন এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে প্রস্তুত উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। আগামী এক সপ্তাহের জন্য সেচ (Irrigation Department) ও বিদ্যুত্‍ বিভাগের (Power Department) কর্মচারীদের ছুটি বাতিল (Holiday Cancel) করে দেওয়া হয়েছে।