পুজোর নিমন্ত্রণ খেতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২

হাসপাতালে ভর্তি ২ জন।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
w

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোণাঃ মনসা পুজোর নিমন্ত্রণ খেতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২ জন। জানা গিয়েছে তারা সম্পর্কে ভাইবোন। আজ বৃহস্পতিবার দুপুর নাগাদ এমন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সুরেরহাট এলাকায় চন্দ্রকোনা-ঘাটাল ৪ নম্বর রাজ্য সড়কে। 

জানা গেছে,আজ দুপুর নাগাদ ভাই শ্যামল মিত্র তার মেয়ের বাড়িতে মনসা পুজোর আমন্ত্রণে দুপুরের ভোজ খেতে বোন গীতা মিত্রকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন মোটর বাইকে চড়ে। বাড়ির অদূরে সুরেরহাট এলাকায় রাজ্যসড়কে উঠার সময় চন্দ্রকোনা থেকে ঘাটালগামী একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন ভাইবোন দুজনেই। মোটরবাইকটি ট্রাকের সামনে গিয়ে পড়ে, কিছুটা দূর পর্যন্ত তাদেরকে টেনে নিয়ে যায়।

ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় মানুষজন জড়ো হয়। গাড়ি ফেলে রেখে পলাতক ট্রাকের ড্রাইভার এবং খালাসি। ঘাতক ট্রাকের সামনে ' পশ্চিমবঙ্গ সরকারের অন ডিউটি রেশন সামগ্রী পরিবহন গাড়ি ' এমনই লেখা একটি বোর্ড লাগানো ছিল বলেও জানা গিয়েছে। ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ।

রক্তাক্ত অবস্থায় বাইক আরোহী ভাইবোনকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। পরে তাদেরকে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ভাই শ্যামল মিত্র'র অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বোন গীতা মিত্র সরকার পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী। বর্তমানে দুজনেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

i