'কি হবে ঘাটাল মাস্টান প্ল্যান করে?' ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে দেবকে নিশানা হিরনের

ঘাটাল মাস্টার প্ল্যানের সমস্ত টাকা আরজি কর কাণ্ডে খরচা করে ফেলেছে রাজ্য। কি হবে ঘাটাল মাস্টার প্ল্যান করে? দেব কে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ হিরণ

author-image
Debapriya Sarkar
New Update
Dev vs hiran

নিজস্ব প্রতিবেদন : ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়টি পশ্চিম মেদিনীপুরের বন্যার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতি বছর বন্যা পরিস্থিতি উন্নত করার জন্য এই পরিকল্পনার বাস্তবায়ন অত্যাবশ্যক, কিন্তু এর কাজ এখনও সম্পূর্ণ হয়নি।

dev deepak tmc1.jpg

তৃণমূল সাংসদ দেব এই বিষয়ে উদ্যোগী হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। তবে বিজেপি নেতা হিরন্ময় চট্টোপাধ্যায় সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রকল্পটি কার্যকরী না হলে আগামীতে আরও বড় বিপদ আসতে পারে। এখন দেখার বিষয় হবে, সরকার এই পরিকল্পনা বাস্তবায়নে কতটা সফল হয় এবং প্রকল্পের বাস্তবায়ন সত্যিই দ্রুততার সঙ্গে ঘটে কিনা।

Dev-Hiran

রবিবার দেব ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। তিনি জানান, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে আশ্বাস দিয়েছিলেন, তবে প্রকল্পের বাস্তবায়ন তিন মাসে সম্ভব নয়, বরং পাঁচ বছর লাগবে।

x

হিরণ এই মন্তব্যকে কেন্দ্র করে দেবের বিরুদ্ধে আক্রমণ করেছেন। তিনি বলেন, দেবের সমর্থকরা এখন বিপদে আছেন, এবং রাজ্য সরকারের রিজার্ভ ক্ষয় হয়ে যাচ্ছে আর জি কর মামলায় খরচ করে। হিরণের দাবি, মুখ্যমন্ত্রী ওই মামলার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ ব্যবহার করছেন, যা ঘাটালবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক। হিরণের কথা ঘাটালবাসীর প্রতি তাঁর সমবেদনা প্রকাশ করে, এবং তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি যতটা সম্ভব সহযোগিতা করবেন। দেবের উপর মানুষের বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে তিনি পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।