হিরণের গাড়ি ঘিরে ধরলেন ৫০০ জন লোক, তারপর যা ঘটে গেল...

QRT টিম এসেও পরিস্থিতি বাগে আনতে পারছে না।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই জ্বলছিল ধিকিধিকি আগুন। আর বেলা গড়াতেই অগ্নিগর্ভ হয়ে উঠল কেশপুর। ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার তৃণমূলের কর্মী সমর্থকেরা। উঠছে ‘চোর’ স্লোগান। পরিস্থিতি সামাল দিতে খোদ ময়দানে নামতে হয়েছে সিআরপিএফের ডিআইজিকে। QRT টিম এসেও পরিস্থিতি বাগে আনতে পারছে না।

এদিন কেশপুরের বুথ কেন্দ্রে যাওয়ার পথেই বাধার মুখে পড়েন হিরণ। প্রথমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও তারপর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রায় ৫০০ জন লোক হিরণের গাড়িকে ঘিরে ধরেন। তাঁদের দাবি একটাই, ‘ভোট শান্তিপূর্ণ চলছে। কিন্তু হিরণ এসে পরিস্থিতি বিক্ষুব্ধ করতে চাইছেন’।

vtytkj,.png

অন্যদিকে, হিরণ অভিযোগ করেন, ‘কেশপুরকে পাকিস্তান করে দিয়েছেন মুখ্যমন্ত্রী’। এর পর পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন। তবে বিক্ষোভকারীরাও নিজেদের দাবিতে অটুট থাকে। শেষমেশ হিরণের যাত্রা ভঙ্গ করতে রাস্তায় খড়ের গাদা, কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। অবশেষে ওখান থেকেই গাড়ি ঘুরিয়ে নেন বিজেপি প্রার্থী।

Add 1