নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে, এমন দাবি প্রথম থেকে করে আসছে গেরুয়া শিবির। অতীতের হিংসার ছবি গুলি দেখে এবারে বিজেপির দাবিকেই মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন। ষষ্ঠ দফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে। অথচ, এবার সেই কেন্দ্রীয় বাহিনীকেই সরাসরি কাঠগড়ায় তুলে দিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
তাঁর কথায়, সারারাত ধরে ঘুমিয়েছে কেন্দ্রীয় বাহিনী, সকাল থেকেও কোথাও দেখা যাচ্ছে না তাঁদের। পরে বাহিনীকে নিশানা করে হিরণ বলেন, ‘ম্যাচ ফিক্সিং চলছে। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, তৃণমূল বসে মিটিং করেছে, কীভাবে হিরণকে আটকানো যায়। তবে মানুষ সব দেখছে। মানুষ হিরণকে এগিয়ে নিয়ে যাবে’।
হিরণ দাবি করেছেন, ১৮২টি বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি। ‘পঞ্চায়েত ভোটের থেকেও খারাপ অবস্থা!’ ইতিমধ্যেই নির্বাচন কমিশনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বিজপি প্রার্থী।