ভোটের আগে BJP নেতা গ্রেফতার! থানায় হিরণ

ভোটের আগে গ্রেফতার কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-05-23 at 5.40.06 PM

নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর: ভোটের আগেই কার্যত উত্তপ্ত হয়ে উঠল কেশপুর। আজ ষষ্ঠ দফা নির্বাচনের প্রচারের শেষ দিন। শেষ প্রচারের দিনে কেশপুরে গ্রেফতার করা হল বিজেপি নেতাকে। ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে বেলা ১২টা নাগাদ গ্রেফতার করে কেশপুর থানার পুলিশ। তারপর বিকেল ৪টে নাগাদ কেশপুর থানায় উপস্থিত হন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি জানতে চান ভোটের একদিন আগে কেন তার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। 

WhatsApp Image 2024-05-23 at 5.40.05 PM

হিরণের সঙ্গে বেশ কিছু বিজেপি কর্মীও থানায় উপস্থিত হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, 'ওসিদের কিছু করার নেই। সব নবান্ন থেকে করানো হচ্ছে। পুলিশ কিছু করতে পারবে না নিজেরা। ওদেরকে চাপ দিয়ে করাচ্ছে ওপরতলা। ওদের হাতে ক্ষমতা আছে, পুলিশ আছে, তাই যা খুশি করে বেড়াচ্ছে'।

WhatsApp Image 2024-05-23 at 5.40.06 PM (1)

থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎই পুলিশের সামনে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা চলন্ত বাইকে এসে বিজেপি কর্মীদের উপর লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ। বিজেপি কর্মীরা ভয়ে কেউ কেউ বাইক ছেড়ে পালিয়ে যান। তারপর পুলিশ গিয়ে মোটরবাইক তুলে বিজেপি কর্মীদেরকে নিয়ে যেতে বলে আর দুষ্কৃতীদেরকে সরানোর চেষ্টা করে। 

Add 1