নিজস্ব প্রতিনিধি, দাসপুর: 'জন্ম কেশপুরে কিন্তু ভোটার কার্ড কলকাতায়। উনি তো এখানে ভোট দিতে পারবেন না। তাহলে আপনাদের কাজ করবেন কী করে? ঘাটাল মাস্টার প্লান প্রকল্প নিয়ে উনি ঘাটালের মানুষকে বোকা বানাচ্ছেন। আগামী পাঁচ বছর উনি কি শুটিং বন্ধ করে দেবেন? সিনেমা কি ছেড়ে দিচ্ছেন? ৪ঠা জুনের পর ওঁকে তো আর দেখা যাবে না। শুটিং নিয়ে বিদেশে ব্যস্ত থাকবেন। তাহলে ঘাটাল মাস্টার প্লান প্রকল্প করবেন কী করে? আপনাদের কাজ করবেন কী করে?', দাসপুরের মহেশপুরে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের ভোটার পরিচয়পত্র নিয়ে এভাবেই তীব্র কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
এদিন দাসপুরের টালিভাটা, মহেশপুর এলাকায় নির্বাচনী প্রচার করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। মহেশপুর এলাকায় প্রচারের মাঝে মাইকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী দেবের ঘাটাল মাস্টার প্লান প্রকল্প রুপায়নের প্রতিশ্রুতি নিয়ে হিরণের কটাক্ষ, 'উনি সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, দুবাইয়ে গিয়ে শুটিং করবেন। সেখানে লাইট ক্যামেরা অ্যাকশন বলবেন আর এখানে ঘাটাল মাস্টার প্লান প্রকল্প শুরু ও শেষ হয়ে যাবে। দাসপুরের মানুষকে উনি এতো বোকা ভাবেন যে আমি ১০ বছরও ছিলাম না আগামী পাঁচ বছরও থাকব না? গত ১০ বছরে ঘাটাল মাস্টার প্লান প্রকল্প করেননি। ১০ বছরে এই চোর মমতা সরকার চুরি করতে ব্যস্ত আর এখানের সাংসদ শুটিং করতে ব্যস্ত। মানুষের জন্য করবে কে? মানুষ ১০ বছর আগে যেখানে ছিল আজও সেখানে আছে', মন্তব্য হিরণের। এছাড়াও দাসপুরে মুখ্যমন্ত্রীর শিলান্যাস করা গোল্ড হাব প্রকল্প নিয়েও কটাক্ষ করেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এই বিষয়ে তিনি বলেন, 'দাসপুরের ফরিদপুর মৌজায় গোল্ড হাব করার একটা নাটক করেছিল এখানকার অভিনেতা সাংসদ আর মুখ্যমন্ত্রী দু'জনে মিলে। পাথরে এখনও লেখা আছে আর পাথরটা এখন জঙ্গলে ভরে গেছে। সন্ধ্যাবেলা মদের আসর বসে'।